ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ-এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত করেছে, রোববার এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি জানিয়েছেন, যদি জাতিসংঘ এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষা করবে, তখনই ইরান চুক্তিতে ফিরে যাবে। জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর আইএইএ জানিয়েছিল, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে যার বিশুদ্ধতা ৬০ শতাংশ, যা পরমাণু অস্ত্র তৈরির উপযোগী হতে পারে। ইরান আইএইএ-এর সঙ্গে সংলাপে আগ্রহী হলেও, পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি দিচ্ছে না। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মাধ্যমে ইউরোপের মধ্যস্থতাও ব্যর্থ হওয়ার পর সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘ ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করে। আরাগচি জানিয়েছেন, ইউরোপের সঙ্গে আর কোনো বৈঠকের প্রয়োজন নেই।