ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ-এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত করেছে, রোববার এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি জানিয়েছেন, যদি জাতিসংঘ এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষা করবে, তখনই ইরান চুক্তিতে ফিরে যাবে। জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর আইএইএ জানিয়েছিল, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে যার বিশুদ্ধতা ৬০ শতাংশ, যা পরমাণু অস্ত্র তৈরির উপযোগী হতে পারে। ইরান আইএইএ-এর সঙ্গে সংলাপে আগ্রহী হলেও, পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি দিচ্ছে না। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মাধ্যমে ইউরোপের মধ্যস্থতাও ব্যর্থ হওয়ার পর সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘ ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করে। আরাগচি জানিয়েছেন, ইউরোপের সঙ্গে আর কোনো বৈঠকের প্রয়োজন নেই।
ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ-এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত করেছে, রোববার এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি