আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে জামায়াত নেতা গোলাম পরওয়ার এক বিবৃতিতে পাকাপোক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের জন্য শক্ত দাবি জানিয়েছেন। তিনি বলেন, আজ ১৫ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’। গণতন্ত্র হলো সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ভিত্তি। গণতন্ত্রহীন অবস্থায় আইনের শাসন, মানবাধিকার ও বাকস্বাধীনতা অনুপস্থিত থাকে। আরো বলেন, গত ১৭ বছরে ‘ফ্যাসিবাদী’ শাসন গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং মানুষ ভোটাধিকারের, ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে এবং তা হাতছাড়া করা যাবে না। দল-মতের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াত ঘোষণা করেছে, গণতন্ত্রকে সুসংহত ও প্রাতিষ্ঠানিক করতে তারা বদ্ধপরিকর। পরওয়ার বলেন, আমরা পিআর পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়-ভীতিমুক্ত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছি। অতীত অভিজ্ঞতার আলোকে কালো টাকা, পেশিশক্তি, কেন্দ্র দখলসহ সব ধরনের অনিয়ম বন্ধ করতে হবে।