Web Analytics

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে জামায়াত নেতা গোলাম পরওয়ার এক বিবৃতিতে পাকাপোক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা ও পিআর পদ্ধতিতে আগামী নির্বাচনের জন্য শক্ত দাবি জানিয়েছেন। তিনি বলেন, আজ ১৫ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’। গণতন্ত্র হলো সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ভিত্তি। গণতন্ত্রহীন অবস্থায় আইনের শাসন, মানবাধিকার ও বাকস্বাধীনতা অনুপস্থিত থাকে। আরো বলেন, গত ১৭ বছরে ‘ফ্যাসিবাদী’ শাসন গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং মানুষ ভোটাধিকারের, ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে এবং তা হাতছাড়া করা যাবে না। দল-মতের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াত ঘোষণা করেছে, গণতন্ত্রকে সুসংহত ও প্রাতিষ্ঠানিক করতে তারা বদ্ধপরিকর। পরওয়ার বলেন, আমরা পিআর পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়-ভীতিমুক্ত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছি। অতীত অভিজ্ঞতার আলোকে কালো টাকা, পেশিশক্তি, কেন্দ্র দখলসহ সব ধরনের অনিয়ম বন্ধ করতে হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।