নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার অগ্নিকাণ্ডের ঘটনার ৫ মাস পর ১৮২ জন বেঁচে আছেন, অজ্ঞাত পরিচয়ে মুঠোফোনে জানিয়েছে এক ব্যক্তি, দাবি স্বজনদের! নিখোঁজদের ফিরে পাওয়ার দাবিতে এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রকাশ করেন স্বজনরা, জিডি করতে গেলে পুলিশ গ্রহণ করেনি এমন অভিযোগ তাদের। এক নিখোঁজের মায়ের দাবি, একটা বাহিনী তার ছেলেকে আটকে রেখেছে। মুঠোফোনে ছেলের কান্নাও শুনেছেন তিনি, গায়েব রঙ ও আকারও মিল পেয়েছেন, যা মুঠোফোনে বলেছে অজ্ঞাত ব্যক্তি। আরো বলেছেন, তাদের কাছে রয়েছে ২২২ ব্যক্তি। প্রশাসন জানিয়েছে, মুঠোফোনের নাম্বার দিয়ে ট্র্যাক করে নিখোঁজদের পাওয়ার চেষ্টা করবে পুলিশ!