চীনের গবেষকরা “বোন-০২” নামে নতুন একটি চিকিৎসা আঠা তৈরি করেছেন যা মাত্র তিন মিনিটেই ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম। এটি হাড়ের টুকরোগুলো স্থিতিশীল রাখে এবং হাড় সেরে ওঠার পর শরীরে স্বাভাবিকভাবে শোষিত হয়, ফলে ইমপ্লান্ট অপসারণের প্রয়োজন হয় না। ঝিনুকের মতো জলমগ্ন পরিবেশে শক্তভাবে আটকে থাকার অনুপ্রেরণায় তৈরি এই আঠা রক্তমাখা অবস্থাতেও কার্যকর। ১৫০-এর বেশি রোগীর পরীক্ষায় এটি হাড়ের শক্তিশালী সংযোগ দেখিয়েছে এবং ভবিষ্যতে ধাতব প্লেট ও স্ক্রু প্রতিস্থাপন করতে পারে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।