'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' বাতিল দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আজ একঘন্টা কর্মবিরতি পালন করেছে। এরপর এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, দাবি আদায়ে আগামী রোববার তিনজন উপদেষ্টা তথা খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে স্মারকলিপি দেবেন। আরও জানিয়েছে, সোমবার দুজন উপদেষ্টা তথা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে স্মারকলিপি দেবেন তারা। এছাড়া মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ সব দপ্তরে কর্মবিরতি অব্যাহত রাখার আহ্বান জানায় ঐক্য ফোরাম।