'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' বাতিল দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আজ একঘন্টা কর্মবিরতি পালন করেছে। এরপর এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, দাবি আদায়ে আগামী রোববার তিনজন উপদেষ্টা তথা খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে স্মারকলিপি দেবেন। আরও জানিয়েছে, সোমবার দুজন উপদেষ্টা তথা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে স্মারকলিপি দেবেন তারা। এছাড়া মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ সব দপ্তরে কর্মবিরতি অব্যাহত রাখার আহ্বান জানায় ঐক্য ফোরাম।
দাবি আদায়ে সচিবালয়ে কর্মচারীরা রোববার খাদ্য উপদেষ্টা, সড়ক উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন। সোমবার দেবেন তথ্য উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার কাছে।