বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের অবস্থান কর্মসূচিল ফলে অচল হয়ে পড়েছে জনপ্রশাসন সচিব ও এপিডি অনুবিভাগের কার্যক্রম। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অফিসও করেননি। তাদের দাবি, স্বৈরাচার ও স্বেচ্ছাচার শেখ হাসিনা বিদায় হলেও প্রশাসনে বহাল আছে তার দোসররা। সেই সঙ্গে যোগ হয়েছে কিছু সুবিধাভোগী মতলববাজ কর্মকর্তা। তারা প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সরকার ও দেশের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করছে। ফ্যাসিবাদের সুবিধাভোগী ও লুটেরা ওইসব কর্মকর্তাকে চাকরিচ্যুত করতে হবে। জনপ্রশাসন সচিবসহ চুক্তিভিত্তিক কর্মে নিয়োজিত সবার চুক্তি বাতিল করতে হবে। তারা বলেন, সচিব মো. নাজমুল আহসান, সচিব ড. মো. ইমদাদ উল্লাহ মিয়ান, সচিব জায়েদা পারভীন, সচিব মো. মফিদুল ইসলাম এবং সচিব মো. তোফাজ্জল হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।