অবরুদ্ধ জনপ্রশাসন সচিব ও এপিডির দপ্তর
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের অবস্থান কর্মসূচির ফলে কার্যত অচল হয়ে পড়েছে জনপ্রশাসন সচিব ও মন্ত্রণালয়টির এপিডি অনুবিভাগের কার্যক্রম। এমনকি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অফিসও করেননি। এপিডি অফিসে কর্মকর্তারা উপস্থিত হলেও সেখানে কোনো কাজই হয়নি। বিপুল সংখ্যক কর্মকর্তা সকাল থেকে এপিডির দপ্তরেই অবস্থান নেন। ফলে স্বাভাবিক কোনো কার্যক্রম হয়নি এপিডি অনুবিভাগে।