বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না বলে এলেও গত ১০ বছরে সীমান্তে বিএসএফ-এর হাতে নিহত হয়েছেন ১৩১ বাংলাদেশি। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন ও নৈতিকতার ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে চোরাচালান রোধ যেমন জরুরি, তেমনই মানবাধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ। বিচারবহির্ভূত হত্যা কোনো সভ্যদেশের কাম্য হতে পারে না। সীমান্তে হত্যা শূন্যে আনতে হলে ভারতকে আন্তর্জাতিক চাপে রাখতে হবে। উল্লেখ্য, গত দশ বছরে আহত হয়েছেন অন্তত ৩৩০ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে সাত বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছে!