বিএসএফ-এর কথার সঙ্গে কাজের মিল নেই, ১০ বছরে ৩১৩ বাংলাদেশি নিহত
বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলিতে হত্যাকাণ্ড থামছেই না। এটি যেন এক অমীমাংসিত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না বলে এলেও তাদের কথার সঙ্গে কাজের মিল নেই। গত ১০ বছরে সীমান্তে বিএসএফ-এর হাতে নিহত হয়েছেন ১৩১ বাংলাদেশি। সীমান্ত হত্যার এমন চিত্র শুধু দুই দেশের সম্পর্ককেই প্রশ্নবিদ্ধ করছে না, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও নৈতিকতার ক্ষেত্রেও চ্যালেঞ্জ সৃষ্টি করছে।