ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশে সব তেল ও গ্যাস কূপে খনন কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ নির্দেশনা জারি করেন। জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন পেট্রোবাংলার জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম। তিনি জানান, আগামী মঙ্গলবার পর্যন্ত খনন ও সাইসমিক জরিপ কার্যক্রম বন্ধ থাকবে, তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে। বর্তমানে দেশে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে, যার মধ্যে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল, হবিগঞ্জ ও সিলেটের কৈলাশটিলা গ্যাসকূপে চলমান খনন কাজ ভূমিকম্পের পরপরই বন্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ যাতে সম্ভাব্য ঝুঁকি এড়ানো যায়।