Web Analytics

ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশে সব তেল ও গ্যাস কূপে খনন কার্যক্রম ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ নির্দেশনা জারি করেন। জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন পেট্রোবাংলার জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম। তিনি জানান, আগামী মঙ্গলবার পর্যন্ত খনন ও সাইসমিক জরিপ কার্যক্রম বন্ধ থাকবে, তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে। বর্তমানে দেশে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে, যার মধ্যে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল, হবিগঞ্জ ও সিলেটের কৈলাশটিলা গ্যাসকূপে চলমান খনন কাজ ভূমিকম্পের পরপরই বন্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ যাতে সম্ভাব্য ঝুঁকি এড়ানো যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।