বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০০৮ সালের ঘাপলা নির্বাচন গণতন্ত্রের স্বার্থে মেনে নিয়েছিল বিএনপি। ঘাপলার বিষয়টি ঐতিহাসিক প্রমাণিত ও ইলেকশনের রেজাল্ট অ্যানালাইসিসেও দেখা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা মনে করি, দেশকে যত দ্রুত স্থিতিশীল অবস্থায় আনা যাবে, তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে বের করে নিয়ে আসা সম্ভব হবে। নির্বাচন হলে যে একটা স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্মের কাজ শুরু হবে, তাতে সমস্যার তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে। তিনি আরো বলেন, সংসদকে কার্যকর করতে যত দেরি হবে সংকট তত বাড়বে। স্বৈরাচারের সময়ে সাহস নিয়ে দেওয়া ৩১ দফা জনগণের কল্যাণে বাস্তবায়নের আশ্বাস দেন তারেক রহমান। তিনি এই সময়ে বলেন, যে দায়িত্ব নিয়ে অন্তবর্তী সরকার এসেছে, কিছুটা বিচ্যুত হয়েছে তারা।