নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে ঘাপলা ছিল, গণতন্ত্রের স্বার্থে মেনে নিয়েছিল বিএনপি। ঘাপলার বিষয়টি ঐতিহাসিকভাবে প্রমাণিত। এ ছাড়া ইলেকশনের রেজাল্ট অ্যানালাইসিসেও এটা দেখা গেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে রোববার এ কথা বলেন তিনি।