শনিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলেছেন, ‘গাজায় খাদ্য বিতরণের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স প্রস্তুত, ইউরোপও প্রস্তুত।’ ইসরাইল সমর্থিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে সমালোচনা বাড়তে থাকায় তিনি বলেন, এ উদ্যোগ ইসরাইলের সেই উদ্বেগও দূর করবে যে হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো ত্রাণ সহায়তা দখল করে নিচ্ছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী গাজায় খাদ্য বিতরণের সময় নিহত ‘৫০০ মানুষের মৃত্যুতে’ ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, ইসরাইলি সামরিক কমান্ডাররা গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক হারেৎস। একে ‘মিথ্যা রক্ত অপবাদ’ হিসেবে আখ্যা দেন নেতানিয়াহু।