যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে একের পর এক নির্বাহী আদেশ জারি করার পর আদালত আটকে আটকে দিচ্ছে। শনিবার মার্কিন ট্রেজারি বিভাগের নথিতে ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েনসির (ডজ) প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। প্রেসিডেন্ট ট্রাম্প শত শত বিলিয়ন ডলারের ফেডারেল মঞ্জুরি ও ঋণ আটকে দেওয়ার যে আদেশ দিয়েছিলেন সেটি সাময়িকভাবে স্থগিত করেন দেশটির একজন বিচারক। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ২ হাজার ২০০ কর্মীকে বেতনসহ ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত আটকে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছে আদালত। অভিবাসী বের করে দেওয়া প্রসঙ্গে প্রিন্স হ্যারিকে বের করে দিবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।