আদালতে আটকে যাচ্ছে ট্রাম্পের নির্বাহী আদেশ
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই নির্বাচনি অঙ্গীকার পূরণে একের পর এক নির্বাহী আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার একের পর এক নির্বাহী আদেশ সিদ্ধান্ত আদালতে আটকে যাচ্ছে। এ নিয়ে ট্রাম্প প্রশাসনে সংকটও বাড়ছে। শনিবারই মার্কিন ট্রেজারি বিভাগের নথিতে ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি ব্যয় সংকোচন বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েনসির (ডজ) প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ব্রিটিশ প্রিন্স হ্যারিকে তিনি যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন না।