গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা ও গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার প্রসঙ্গ এখন তুমুল আলোচনায় রয়েছে। এ প্রসঙ্গে নুর বলেন, বৃহস্পতিবার রাতে গলাচিপায় হাসান মামুনের নির্দেশে তাকে ও তার লোকজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এদিকে দশমিনা উপজেলা বিএনপির সাবেক ১ম যুগ্ম-সম্পাদক হাওলাদার ইফতিয়াস উদ্দিন জয় বলেন, নুরকে অবরুদ্ধ ও তার লোকজনকে মারধরের দাবি ভৌতিক। নুরের লোকজন বিএনপি অফিস ও দলের লোকজনের উপর হামলা করেছে। যে লোক ভিপি হওয়ার পরে এলাকায় গণধোলাই খেয়ে পালায় সেই লোক কত বড় কামলা তা দেশের মানুষ জানে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।