গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা ও গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার প্রসঙ্গ এখন তুমুল আলোচনায় রয়েছে। এ প্রসঙ্গে নুর বলেন, বৃহস্পতিবার রাতে গলাচিপায় হাসান মামুনের নির্দেশে তাকে ও তার লোকজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এদিকে দশমিনা উপজেলা বিএনপির সাবেক ১ম যুগ্ম-সম্পাদক হাওলাদার ইফতিয়াস উদ্দিন জয় বলেন, নুরকে অবরুদ্ধ ও তার লোকজনকে মারধরের দাবি ভৌতিক। নুরের লোকজন বিএনপি অফিস ও দলের লোকজনের উপর হামলা করেছে। যে লোক ভিপি হওয়ার পরে এলাকায় গণধোলাই খেয়ে পালায় সেই লোক কত বড় কামলা তা দেশের মানুষ জানে।