পুরান ঢাকার মাহুৎটুলী এলাকার শতবর্ষী বংশাল পুলিশ ফাঁড়িটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বহু আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও ২৫ জন পুলিশ সদস্য এখনও সেখানে ডিউটি করছেন। ভবনের দেয়াল ফেটে গেছে, ছাদ নড়বড়ে, বারান্দা ভাঙা—যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা। ২০২৩ সালের জুনে একবার বারান্দা ধসে পড়ার পরও ফাঁড়িটি স্থানান্তর করা হয়নি। পুলিশ সদস্যরা জানান, প্রতিদিন ভয় নিয়ে কাজ করতে হয়, বিশেষ করে রাতে বাতাস জোরে বইলে ভবন কাঁপে। স্থানীয় বাসিন্দারাও দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন। ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ আলী আজহার জানিয়েছেন, বিকল্প ভবন ভাড়া নেওয়া হয়েছে এবং শিগগিরই স্থানান্তর করা হবে। উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, নতুন বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ও বাজেট অনুমোদন সম্পন্ন হয়েছে। এলাকাবাসী দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন, যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে।