শতবর্ষী বংশাল পুলিশ ফাঁড়ি যেন ‘মৃত্যুফাঁদ’
পুরান ঢাকার ৩১ নম্বর ওয়ার্ডের মাহুৎটুলী এলাকায় অবস্থিত শতবর্ষী বংশাল পুলিশ ফাঁড়ি যেন এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বহু আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও ভাঙা-চোরা দেয়াল, নড়বড়ে ছাদ এবং ফাটলধরা বারান্দার নিচেই প্রতিদিন ডিউটি