শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের টোকিওতে ‘রিমেম্বারিং আওয়ার জুলাই হিরোস’ শীর্ষক স্মরণ ও আলোচনা অনুষ্ঠান হয়েছে। এ সভায় অংশ নেন প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন এনসিপি নেতা সারজিস আলম। আরও বক্তব্য রাখেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মাহবুব আলম। এ সময় সংবিধান সংশোধনের ওপর জোর দেন তারা। নতুবা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টরা তাদের রাজত্ব কায়েম করবে, এমনটাও তাদের অভিযোগ। অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখায় কয়েকজনকে দেয়া হয় সম্মাননা। উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর এনসিপি প্রতিনিধিদের দেশে ফেরার কথা রয়েছে।