Web Analytics

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের টোকিওতে ‘রিমেম্বারিং আওয়ার জুলাই হিরোস’ শীর্ষক স্মরণ ও আলোচনা অনুষ্ঠান হয়েছে। এ সভায় অংশ নেন প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন এনসিপি নেতা সারজিস আলম। আরও বক্তব্য রাখেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মাহবুব আলম। এ সময় সংবিধান সংশোধনের ওপর জোর দেন তারা। নতুবা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টরা তাদের রাজত্ব কায়েম করবে, এমনটাও তাদের অভিযোগ। অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখায় কয়েকজনকে দেয়া হয় সম্মাননা। উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর এনসিপি প্রতিনিধিদের দেশে ফেরার কথা রয়েছে।

15 Sep 25 1NOJOR.COM

শনিবার টোকিওতে এনসিপির ‘রিমেম্বারিং আওয়ার জুলাই হিরোস’ শীর্ষক স্মরণ ও আলোচনা অনুষ্ঠান হয়েছে।

Person of Interest

logo
No data found yet!