গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরাম ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত হত্যাসহ মোট দেড় ডজন মামলার আসামি চসিকের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম। আত্মগোপনে ছিলেন তিনি। তাকে গ্রেফতার করা হয় বসুন্ধরার আলিশান বাসা থেকে। গণঅভ্যুত্থান চলাকালে ১৬ জুলাই নগরীর ষোলশহর ও মুরাদপুর এলাকায় জসিমের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছাত্র-জনতার ওপর হামলা চালায়। আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে সাবেক কাউন্সিলর জসিম। এ ঘটনায় সেদিন ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী মো. ফারুক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হামলায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থীও গুরুতর আহত হয়।