Web Analytics
রংপুর বিভাগের আট জেলায় ২৪ ঘণ্টার অভিযানে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘ডেভিল হান্ট ফেজ-২’ নামে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিরুনি অভিযান চালিয়ে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে এসব গ্রেপ্তার সম্পন্ন হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তাদের অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। ডিআইজি বলেন, রাজনৈতিক সহিংসতা রোধ ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে আরও অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে, যাতে নিষিদ্ধ রাজনৈতিক নেটওয়ার্কের পুনর্গঠন প্রতিরোধ করা যায়।

Card image

Related Videos

logo
No data found yet!