রংপুর বিভাগের আট জেলায় ২৪ ঘণ্টার অভিযানে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘ডেভিল হান্ট ফেজ-২’ নামে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিরুনি অভিযান চালিয়ে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে এসব গ্রেপ্তার সম্পন্ন হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তাদের অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। ডিআইজি বলেন, রাজনৈতিক সহিংসতা রোধ ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে আরও অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে, যাতে নিষিদ্ধ রাজনৈতিক নেটওয়ার্কের পুনর্গঠন প্রতিরোধ করা যায়।