খরচ কমানো ও দক্ষতা বৃদ্ধির দাবি তুলে ট্রাম্প প্রশাসন ভয়েস অব আমেরিকার (ভিওএ) ৫০০-এর বেশি কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। ইউএসএজিএমের ভারপ্রাপ্ত প্রধান কারি লেক বলেছেন, এ পদক্ষেপে আমলাতন্ত্র কমবে। তবে শ্রমিক ইউনিয়ন একে অবৈধ বলছে। আদালতের নথি অনুযায়ী ছাঁটাইয়ের পর ভিওএ-তে মাত্র ১০৮ জন কর্মী থাকবেন। সম্প্রতি আদালত ভিওএ পরিচালককে সরানোর প্রক্রিয়া নিয়ে প্রশাসনের ভুল নির্দেশ করে। কিছু কর্মী আইনি লড়াই চালাচ্ছেন, যদিও কিউবা সম্প্রচার বিভাগের সাংবাদিকরা এর বাইরে থাকবেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।