খরচ কমানো ও দক্ষতা বৃদ্ধির দাবি তুলে ট্রাম্প প্রশাসন ভয়েস অব আমেরিকার (ভিওএ) ৫০০-এর বেশি কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। ইউএসএজিএমের ভারপ্রাপ্ত প্রধান কারি লেক বলেছেন, এ পদক্ষেপে আমলাতন্ত্র কমবে। তবে শ্রমিক ইউনিয়ন একে অবৈধ বলছে। আদালতের নথি অনুযায়ী ছাঁটাইয়ের পর ভিওএ-তে মাত্র ১০৮ জন কর্মী থাকবেন। সম্প্রতি আদালত ভিওএ পরিচালককে সরানোর প্রক্রিয়া নিয়ে প্রশাসনের ভুল নির্দেশ করে। কিছু কর্মী আইনি লড়াই চালাচ্ছেন, যদিও কিউবা সম্প্রচার বিভাগের সাংবাদিকরা এর বাইরে থাকবেন।