ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও আসনের মনোনয়নপ্রত্যাশী ডা. মোফাখ্খারুল ইসলাম রানা বলেছেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকারের শাসনামলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তিনি জানান, বেগম খালেদা জিয়া ঘরছাড়া ও কারাবন্দী হয়েছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। রবিবার বিকেলে পাগলা থানার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ী বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন সাবেক নেতা উপস্থিত ছিলেন। রানা বলেন, জিয়া পরিবারের এই নির্যাতন দেশের বিরোধী রাজনীতির দমননীতির প্রতিফলন।