ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও আসনের মনোনয়নপ্রত্যাশী ডা. মোফাখ্খারুল ইসলাম রানা বলেছেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকারের শাসনামলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তিনি জানান, বেগম খালেদা জিয়া ঘরছাড়া ও কারাবন্দী হয়েছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। রবিবার বিকেলে পাগলা থানার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ী বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন সাবেক নেতা উপস্থিত ছিলেন। রানা বলেন, জিয়া পরিবারের এই নির্যাতন দেশের বিরোধী রাজনীতির দমননীতির প্রতিফলন।
বিএনপি নেতা দাবি করেছেন, গত ১৫ বছরে জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে