দীপাবলিতে খেলনা বন্দুক বিস্ফোরণ, চোখ হারাল ১৪ শিশু
ভারতের দীপাবলির আলোর উৎসব এবার বহু পরিবারে নামিয়ে এনেছে চির-অন্ধকারের আতঙ্ক। যে বাজির শব্দে আনন্দের ঢেউ আসার কথা ছিল, সেই বাজিই পরিণত হয়েছে এক ভয়াবহ দুঃস্বপ্নে। দেশটির মধ্যপ্রদেশে ‘কার্বাইড গান’ নামক দেশীয় বাজির বন্দুক দিয়ে বাজি ফাটাতে গিয়ে ১৪ জন শিশু স্থায়ীভাবে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে। রাজ্যটির বিভিন্ন জেলায় ১২২ জনেরও বেশি শিশু চোখে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খবর এনডিটিভির।