Web Analytics

ভারতের মধ্যপ্রদেশে দীপাবলির উৎসব এবার বহু পরিবারের জন্য শোকের উৎসবে পরিণত হয়েছে। ‘কার্বাইড গান’ নামে দেশীয় তৈরি খেলনা বন্দুক বিস্ফোরণে ১৪ শিশু স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে এবং আরও ১২০ জনের বেশি গুরুতরভাবে আহত হয়েছে। ১৫০ থেকে ২০০ রুপিতে বিক্রি হওয়া এই খেলনাগুলো প্লাস্টিক বা টিনের পাইপে গানপাউডার, দেশলাইয়ের মাথা ও ক্যালসিয়াম কার্বাইড মিশিয়ে তৈরি করা হয়। বিস্ফোরণের সময় সৃষ্ট তীব্র ধাতব কণা ও বিষাক্ত বাষ্প চোখের রেটিনা পুড়িয়ে দিচ্ছে। ভোপাল, ইন্দোর, জবলপুর ও গ্বালিয়রের হাসপাতালগুলো আহত শিশুরে ভরপুর। চিকিৎসকেরা সতর্ক করেছেন—এটি কোনো খেলনা নয়, প্রাণঘাতী বিস্ফোরক। পুলিশের হাতে ইতিমধ্যে ছয়জন বিক্রেতা গ্রেপ্তার হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ইউটিউবে ভাইরাল হওয়া ‘ফায়ারক্র্যাকার গান চ্যালেঞ্জ’-ই এই বিপজ্জনক প্রবণতার মূল কারণ।

23 Oct 25 1NOJOR.COM

এনডিটিভি জানায়, ১৫০ থেকে ২০০ রুপিতে বিক্রি হওয়া এই যন্ত্রগুলো দেখতে খেলনার মতো হলেও বিস্ফোরণের সময় বোমার মতো শব্দ করছে

Person of Interest

logo
No data found yet!