বকেয়া বেতন পরিশোধে জনকণ্ঠকের মালিকপক্ষকে সাংবাদিকদের আল্টিমেটাম
বছরের পর জনকণ্ঠের সাংবাদিক ও প্রতিষ্ঠানের কর্মীদের রক্তচুষে ৬ কোটি টাকারও বেশি বকেয়া রেখেছে কতৃপক্ষ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই টাকা পরিশোধ করতে প্রতিষ্ঠানটিকে আল্টিমেটাম দিয়েছেন জনকণ্ঠের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রায় এক ঘণ্টারও বেশি কর্মবিরতি পালন জনকণ্ঠ কার্যালয়ের সামনে রোববার এই আল্টিমেটাম দেন জনকণ্ঠের নতুন সম্পাদকীয় বোর্ডের সদস্য সাবরিনা বিনতে আহমদ।