জনকণ্ঠের সাংবাদিক ও প্রতিষ্ঠানের কর্মীদের রক্তচুষে ৬ কোটি টাকারও বেশি বকেয়া রেখেছে কতৃপক্ষ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই টাকা পরিশোধ করতে প্রতিষ্ঠানটিকে আল্টিমেটাম দিয়েছেন জনকণ্ঠের স্টাফরা। প্রায় এক ঘণ্টারও বেশি কর্মবিরতি পালন করে জনকণ্ঠ কার্যালয়ের সামনে রোববার এই আল্টিমেটাম দেন জনকণ্ঠের নতুন সম্পাদকীয় বোর্ডের সদস্য সাবরিনা বিনতে আহমদ। তিনি বলেন, জুলাই বিপ্লবে শহীদদের অবমাননা করে পত্রিকাটি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে সঙ্গতি রেখে কালো টেমপ্লেট ধারণ করার জন্য জড়িত মালিক পক্ষকে শাস্তির আওতায় আনতে হবে। আরও বলেন, লাল রঙ ধারণ করে পত্রিকাটি প্রকাশ করার কারণে জুলাই বিপ্লবের পক্ষের চাকুরিচ্যুত সকল সাংবাদিককে চাকুরিতে সসম্মান পুনর্বহাল করতে হবে। মালিকপক্ষের ফ্যাসিবাদী বেশ ধারণের প্রতিবাদে আগামী ২ দিন প্রিন্ট ভার্সনের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে ছাপাখানা বন্ধ থাকবে। জনকণ্ঠের প্ল্যানিং এডভাইজার ও সম্পাদকীয় বোর্ডের সদস্য জয়নাল আবেদীন শিশির বলেন, হাসিনা স্টাইলে অন্যায়ভাবে ২০ সাংবাদিকদের নোটিশ দিয়ে অব্যহতি দেওয়া হয়েছে। যা গণমাধ্যমের নীতিবিরোধী।