আগ্নেয়গিরির লাভা দিয়ে নগরী গড়তে চান বিজ্ঞানীরা
জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে উদ্গীরিত লাভা ঐতিহাসিকভাবে ভয়ংকর, অপ্রতিরোধ্য প্রাকৃতিক শক্তি হিসেবে পরিচিত। লাভার উদ্গীরনে ভবন ও জনপদ ধ্বংসের নজিরও কম নেই। কিন্তু যদি এই লাভার শক্তিকে নিয়ন্ত্রণ করে নতুন শহর গড়ে তোলা যায়? আইসল্যান্ডের স্থাপত্য প্রতিষ্ঠান ‘এস অ্যাপ আর্কিটেকচার’ ঠিক এমনই এক সাহসী ভাবনা নিয়ে হাজির হয়েছে। এ বছরের ভেনিস আর্কিটেকচার বাইনালেতে এ পরিকল্পনা উপস্থাপনও করেছে তারা।