আইসল্যান্ডের স্থপতিরা আগ্নেয় লাভাকে ব্যবহার করে টেকসই নগরী গড়ার বিপ্লবী ধারণা উপস্থাপন করেছেন। ‘লাভা ফর্মিং’ প্রকল্পে লাভার প্রবাহ ও ঠান্ডা করার পদ্ধতি নিয়ন্ত্রণ করে দেয়াল, খুঁটি ও তাপ নিরোধক উপাদান তৈরির পরিকল্পনা রয়েছে। আইসল্যান্ডের সক্রিয় আগ্নেয়গিরি থেকে অনুপ্রাণিত এই প্রকল্পে লাভা প্রবাহের চ্যানেল, ভবিষ্যতের থ্রিডি প্রিন্টিং রোবট ও ভূগর্ভস্থ ম্যাগমা চেম্বারের মতো পদ্ধতি নিয়ে গবেষণা চলছে। যদিও এখনও পরীক্ষামূলক, এই ধারণা কার্বন নির্গমন কমিয়ে আগ্নেয় লাভাকে নবায়নযোগ্য সম্পদে রূপান্তর করতে পারে।