রেললাইনের এক জোড়া ফিসপ্লেট চুরি, নাশকতা চেষ্টার অভিযোগ
বগুড়ার গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের সুখানপুকুর রেলওয়ে স্টেশনের আওতাধীন নতুন গ্রাম এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের এক জোড়া ফিসপ্লেট চুরি করেছে। বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে রেলের কী-ম্যানরা টের পেয়ে সেখানে ফিসপ্লেট লাগিয়ে দেন। বগ