বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের নতুন গ্রাম এলাকায় রেললাইনের এক জোড়া ফিসপ্লেট চুরির ঘটনায় নাশকতার আশঙ্কা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। বুধবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ফিসপ্লেট খুলে নেয় বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে রেলের কী-ম্যানরা নিয়মিত পরিদর্শনে গিয়ে বিষয়টি টের পান এবং দ্রুত নতুন ফিসপ্লেট লাগিয়ে দেন। বগুড়া রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, এটি ইচ্ছাকৃতভাবে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে করা হতে পারে। ওই সময়ের মধ্যে দুটি ট্রেন ওই পথে চলাচল করলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। রেল বিভাগ ঘটনাটি তদন্ত করছে এবং নিরাপত্তা জোরদার করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।