লবণাক্ততা সহনশীল ও ব্লাস্ট রোগ প্রতিরোধী ধানের নতুন জাত আনল ব্রি
লবণাক্ততা সহনশীল, উচ্চফলনশীল উফশী বোরো এবং ব্লাস্ট রোগ প্রতিরোধী তিনটি নতুন ধানের জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। জাতীয় বীজ বোর্ডের (এনএসবি) ১১৪তম সভায় জাত তিনটির অনুমোদন দেয়া হয়। নতুন জাত তিনটি হলো—ব্রি ধান১১২, ব্রি ধান১১৩ এবং ব্রি ধান১১৪। কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।