Web Analytics

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) নতুন তিনটি ধানের জাত—ব্রি ধান১১২, ১১৩ ও ১১৪ উদ্ভাবন ও প্রকাশ করেছে। জাতগুলো লবণাক্ততা সহনশীল, ব্লাস্ট রোগ প্রতিরোধী এবং অধিক ফলনশীল। ব্রি ধান১১২ উপকূলীয় এলাকায় উপযোগী, ব্রি ধান১১৩ বোরো মৌসুমে ব্রি ধান২৯-এর বিকল্প এবং ব্রি ধান১১৪ ব্লাস্ট প্রতিরোধে কার্যকর। এ তিন জাতসহ ব্রি উদ্ভাবিত ধানের জাত এখন ১২১টি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন জাতগুলো লাভজনক, টেকসই এবং পরিবেশ পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে সক্ষম।

21 Jun 25 1NOJOR.COM

লবণাক্ততা সহনশীল ও ব্লাস্ট প্রতিরোধী তিনটি নতুন উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করল ব্রি

নিউজ সোর্স

লবণাক্ততা সহনশীল ও ব্লাস্ট রোগ প্রতিরোধী ধানের নতুন জাত আনল ব্রি

লবণাক্ততা সহনশীল, উচ্চফলনশীল উফশী বোরো এবং ব্লাস্ট রোগ প্রতিরোধী তিনটি নতুন ধানের জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। জাতীয় বীজ বোর্ডের (এনএসবি) ১১৪তম সভায় জাত তিনটির অনুমোদন দেয়া হয়। নতুন জাত তিনটি হলো—ব্রি ধান১১২, ব্রি ধান১১৩ এবং ব্রি ধান১১৪। কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।