Web Analytics

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) নতুন তিনটি ধানের জাত—ব্রি ধান১১২, ১১৩ ও ১১৪ উদ্ভাবন ও প্রকাশ করেছে। জাতগুলো লবণাক্ততা সহনশীল, ব্লাস্ট রোগ প্রতিরোধী এবং অধিক ফলনশীল। ব্রি ধান১১২ উপকূলীয় এলাকায় উপযোগী, ব্রি ধান১১৩ বোরো মৌসুমে ব্রি ধান২৯-এর বিকল্প এবং ব্রি ধান১১৪ ব্লাস্ট প্রতিরোধে কার্যকর। এ তিন জাতসহ ব্রি উদ্ভাবিত ধানের জাত এখন ১২১টি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন জাতগুলো লাভজনক, টেকসই এবং পরিবেশ পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে সক্ষম।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!