মৌসুমের প্রথম বৃষ্টিতেই ডুবলো খুলনা, প্রশ্নবিদ্ধ ৮২৩ কোটি টাকার প্রকল্প
বর্ষার শুরুতেই মৌসুমের প্রথম ভারী বর্ষণে তলিয়ে গেছে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা। টানা বৃষ্টিতে নগরীর প্রধান সড়কগুলো হাঁটুপানিতে ডুবে যায়। নিম্নাঞ্চল ও বহু এলাকার বাসাবাড়ি-দোকানপাটে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এ অবস্থায় খুলনা নগরীতে জলাবদ্ধতা নিরসনের ৮২৩ কোটি টাকা প্রকল্প ঘিরে নানা প্রশ্ন উঠেছে।