প্রথম মৌসুমী বৃষ্টিতে খুলনার বহু এলাকা প্লাবিত হয়ে জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। ৮২৩ কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। রাস্তাঘাট ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে, বিশেষ করে নিম্নাঞ্চলে। স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞরা বলছেন, খাল দখল, অপরিকল্পিত উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা এই দুরবস্থার কারণ। ২০১৮ সাল থেকে প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হলেও জলাবদ্ধতা দূর হয়নি। কর্তৃপক্ষ বলছে, প্রকল্প চলমান, তবে বাসিন্দারা দ্রুত কার্যকর সমাধান দাবি করছেন।