বর্ষায় হাওরে পানি না থাকায় নৌকা বিক্রিতে ভাটা, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
হাওরের মানুষের মুখে প্রচলিত প্রবাদ—“বর্ষায় নাও, শুকনায় পাও”—এখন যেন কেবল কথার কথা। কারণ, বর্ষা মৌসুম শুরু হলেও সুনামগঞ্জের হাওরজুড়ে এখনও পানির দেখা নেই। আর সেই প্রভাব পড়েছে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া নৌকা হাটে। দীর্ঘ তিন যুগের পুরোনো এই হাটে এবারের মৌসুমে দেখা দিয়েছে বড় ধরনের মন্দা।