বর্ষা শুরু হলেও সুনামগঞ্জের হাওর অঞ্চলে পানির অভাব নৌকা বিক্রয়ে বড় ধরণের মন্দার সৃষ্টি করেছে। শান্তিগঞ্জের আক্তাপাড়া নৌকা হাটে নদী-খাল শুকিয়ে যাওয়ায় নৌকার চাহিদা কমে গেছে, যার ফলে ব্যবসায়ীরা আর্থিক সমস্যায় পড়েছেন। নৌকা তৈরির খরচ বেড়ে যাওয়ায় এবং ক্রেতার সংকটের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। স্থানীয়রা আশাবাদী, আগামি বৃষ্টি বাজারকে পুনরুজ্জীবিত করবে এবং তাদের জীবিকা ফিরিয়ে আনবে।