আমে ঢলনের বদলে এবার কেজিপ্রতি দেড় টাকা কমিশন
রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে এবার আম কেনাবেচায় ‘ঢলন’ প্রথা বন্ধ করা হয়েছে। তবে এর বদলে চালু হয়েছে ‘কমিশন’ প্রথা। এখন থেকে আড়তদাররা চাষিদের কাছ থেকে কেজিপ্রতি দেড় টাকা করে, অর্থাৎ প্রতি মণে ৬০ টাকা পর্যন্ত কমিশন নিতে পারবেন।