Web Analytics

রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে আম কেনাবেচায় দীর্ঘদিনের ঢলন প্রথা বন্ধ করে প্রতি কেজিতে দেড় টাকা কমিশন নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তে কৃষক, আড়তদার ও প্রশাসনের মধ্যে চলা দ্বন্দ্বের অবসান ঘটে। নতুন ব্যবস্থায় কৃষকরা ন্যায্য দাম পাওয়ার আশায় একমত হলেও অনেকের মধ্যে এখনও ক্ষোভ বিরাজ করছে। আম ব্যবসায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

12 Jun 25 1NOJOR.COM

রাজশাহী অঞ্চলে আম ব্যবসায় ঢলন প্রথা বন্ধ, চালু হলো কমিশন পদ্ধতি

নিউজ সোর্স

আমে ঢলনের বদলে এবার কেজিপ্রতি দেড় টাকা কমিশন

রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে এবার আম কেনাবেচায় ‘ঢলন’ প্রথা বন্ধ করা হয়েছে। তবে এর বদলে চালু হয়েছে ‘কমিশন’ প্রথা। এখন থেকে আড়তদাররা চাষিদের কাছ থেকে কেজিপ্রতি দেড় টাকা করে, অর্থাৎ প্রতি মণে ৬০ টাকা পর্যন্ত কমিশন নিতে পারবেন।