রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে আম কেনাবেচায় দীর্ঘদিনের ঢলন প্রথা বন্ধ করে প্রতি কেজিতে দেড় টাকা কমিশন নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তে কৃষক, আড়তদার ও প্রশাসনের মধ্যে চলা দ্বন্দ্বের অবসান ঘটে। নতুন ব্যবস্থায় কৃষকরা ন্যায্য দাম পাওয়ার আশায় একমত হলেও অনেকের মধ্যে এখনও ক্ষোভ বিরাজ করছে। আম ব্যবসায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।