উচ্চপর্যায়ের নির্দেশে ধ্বংস করা হয় সাগর-রুনী হত্যার আলামত
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যার তদনে্ত আওয়ামী লীগ সরকারের তরফ থেকে বাধা দেওয়া হয়েছিল। ওই সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে ধ্বংস করা হয় মামলার আলামত। তদনে্ত তৈরি করা হয় প্রতিবন্ধকতা। এ কারণে তদন্ত আগায়নি।