মঙ্গলবার বাদীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যার তদন্তে আওয়ামী লীগ সরকারের তরফ থেকে বাধা দেওয়া হয়েছিল এবং উচ্চপর্যায়ের নির্দেশে ধ্বংস করা হয় মামলার আলামত। সাগর ও রুনী হত্যা মামলায় আগের সরকার জড়িত বলে মন্তব্য করেছেন রুনীর ভাই ও মামলার বাদী নওশের আলম রোমান। এই সময়ে সাংবাদিকরাও এতো দীর্ঘ সময় পার হলেও বিচার তো দূর, তদন্ত প্রতিবেদন জমা না হওয়া প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন। সিদ্ধান্ত নেন সমাবেশ থেকে প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন স্মারকলিপি।